জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ শুরু করেন।
ভাষণে দেশ গঠনে গত ১৫ বছরে আওয়ামী লীগের প্রচেষ্টা ও সফলতা তুলে ধরছেন প্রধানমন্ত্রী। তিনি সবশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার কথা উল্লেখ করে বলেন, এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চতুর্থবারের মতো সরকার গঠন করে অত্যন্ত সাফল্যের সঙ্গে বর্তমান মেয়াদ শেষ করতে যাচ্ছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/জেএ/ইএস)

মন্তব্য করুন