ফেনীতে ভোটকেন্দ্রে আগুন

ফেনীর সোনাগাজীর একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতরে শিক্ষকদের কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, এটি বুথের ভেতরে নয়।
আগুনে অফিসরুমের দুটি কম্পিউটার, সাতটি আলমারির মধ্যে দুটি শতভাগ এবং পাঁচটি আলমারির কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া ২০টি চেয়ার, দুটি টেবিল, দুটি দরজা ও বই পুড়ে গেছে।
এ বিষয়ে সোনাগাজী-দাগনভূঁইয়ার সার্কেল এএসপি তসলিম হুসাইন বলেন, ভোরে ট্রিপল নাইনে একটি কল আসে চরসাহাভিকারী উচ্চবিদ্যালয় আগুন লাগার বিষয়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। এ সময় একটি প্লাস্টিকের বোতলে পেট্রল পাওয়া যায়।
স্থানীয়দের বরাত দিয়ে সার্কেল এএসপি আরও বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির সঙ্গে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ভোরে অফিস সহকারী মো. আজাদ স্কুলে এসে আগুন দেখতে পান। আজ বন্ধের দিন ভোরে তার স্কুলে আসার বিষয়টি সন্দেহজনক। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আগুন লাগার ঘটনাটি ঘটেছে একটি জানালা দিয়ে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি।’
আগুনের ঘটনায় বিদ্যালয়ের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের।
ওই বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক বলেন, যে জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে, সেটি তিনি গতকাল বন্ধ করে গিয়েছিলেন।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন