গাইবান্ধায় বাসের সঙ্গে বিজিবির টহল গাড়ির সংঘর্ষে আহত ৮

গাইবান্ধার পলাশ বাড়িতে যাত্রীবাহী বাসের সঙ্গে বিজিবির গাড়ির সংঘর্ষে বিজিবির পাঁচ সদস্যসহ আটজন আহত হয়েছেন।
শুক্রবার সকালের দিকে উপজেলার ঢাকার রংপুর মহাসড়কের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাজু আহমেদ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বগুড়া থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ীর রাইস মিল এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিজিবির টহল গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী এবং বিজিবির টহল গাড়ির ড্রাইভারসহ পাঁচ সদস্য গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য বিজিবির ৫ সদস্যকে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, জে আর পরিবহনের ওই বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন