গাইবান্ধায় বিজিবির গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেল চালকের

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৪, ১৭:২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে বিজিবির গাড়ির সংঘর্ষে ৫ বিজিবি সদস্যসহ আহত ৮ জনের মধ্যে বিজিবির টহল গাড়ির চালক মুন্না মিয়া (২০) মারা গেছেন।

শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে সকালের দিকে উপজেলার রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নার বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার ইউনিয়নের মাঠে হাট এলাকায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বগুড়া থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ীর রাইসমিল এলাকায় একটি অটো রিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিজিবির টহল গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী এবং বিজিবির টহল গাড়ির ড্রাইভারসহ পাঁচজন সদস্য গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য বিজিবির টহল গাড়ির ড্রাইভার মুন্নাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিজিবির ৫ সদস্যকে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মুন্না মারা যান।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :