ফরিদপুর-৩

এ.কে. আজাদের এজেন্ট ভোলা মাস্টারের মাথা ফাটালো নৌকার সমর্থকরা, অবস্থা আশঙ্কাজনক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ২১:৩৯| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২১:৫৬
অ- অ+

ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের ৪ সমর্থক আহত হয়েছেন। এরমধ্যে ঈগল প্রতীকের এজেন্ট ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল হক এর মাথা ফেটে গেছে। আশঙ্কজনক অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শনিবার বিকালে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ এর নির্বাচনি সমন্বয়কারী শোয়েবুল ইসলাম জানান, শনিবার বিকালে তিনি তার নিজ ইউনিয়ন চর মাধবদিয়ায় যান। এ সময় হঠাৎ করেই চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশের নেতৃত্বে নৌকা সমর্থিত বেশকিছু লোক তার উপর হামলা চালিয়ে মারধর করে ও তার গাড়ি ভাঙচুর করে। এ সময় ভোলা মাস্টারসহ কমপক্ষে ৪ জন আহত হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শামছুল হক ভোলা মাস্টারের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ অভিযোগ করেন, শুক্রবার রাত থেকে আমার গুরুত্বপূর্ণ সকল নেতাকর্মীদের উপর নৌকা প্রার্থীর লোকজন হামলা চালাচ্ছে। পুলিশ দিয়েও বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার শুরু করেছে তারা। নির্বাচনকে নির্বিঘ্ন করতে দ্রুত ব্যবস্থাগ্রহণের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েন তিনি।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
জেনে নিন ঢাকায় ফিরে কোন গাড়ি চড়বেন বেগম খালেদা জিয়া, প্রস্তুত নতুন টয়োটা ক্রাউন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা