সিলেটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ১৫

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৪৭
অ- অ+

সিলেটে কানাইঘাট উপজেলায় হরতালের প্রথম দিনের রাতে ভোট বর্জন ও হরতালের সমর্থনে মশাল মিছিলে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুরইঘাট বাজারে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, কানাইঘাট থানাধীন সুরইঘাট বাজারে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক কর্মী একটি মশাল মিছিল বের করে। এ সময় তারা ভোট বর্জন ও নির্বাচন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। মিছিলের সময় বাজারে পুলিশ অবস্থান নিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া হয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায়সহ বেশ কয়েকজন আহত হন। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের ১০/১২ জন আহত হন।

পরে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুরইঘাট বাজারে যেতে থাকলে বিএনপি নেতাকর্মীরা বাজার এলাকা ত্যাগ করে চলে যায়।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি সুরইঘাট বাজারে বিএনপি মশাল মিছিল নিয়ে আসলে তাদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা