লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর ২ কর্মীকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৫৮
অ- অ+

ভোটকেন্দ্রের বাইরে বসাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী ও স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মী মাসুদ আলম ও মো. কামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

আহতদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার রাতে উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর ভোটকেন্দ্রের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ভোটকেন্দ্রের বাইরে নৌকার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভোটারদের টেবিলে বসাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর কিছুক্ষণ পর নৌকার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের ওপর হামলা করে। এতে স্বতন্ত্র প্রার্থীর কেন্দ্র কমিটির সদস্য মাসুদ আলমকে কুপিয়ে আহত করা হয়। মাসুদকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন অপর আরেক কর্মী মো. কামাল হোসেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা জানান, শুনেছি ভোটকেন্দ্রের বাইরে বসাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে বিস্তারিত জানা যায়নি।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা