টাকা নেয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন সহকারী প্রিজাইডিং অফিসার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫
অ- অ+

জামালপুর-২ আসনে একটি কেন্দ্রে ২৫ হাজার টাকা নেয়ার সময় সহকারী প্রিজাইডিং অফিসারকে হাতেনাতে ধরেছে স্থানীয়রা। অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসারের নাম আইযুব আলী।

এ সময় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন স্থানীয়রা ৷

শনিবার রাত ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ৷ পরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের সমন্বয়ক আইনজীবী আব্দুস ছালাম জানান, স্বতন্ত্র প্রার্থীর লোকজন সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলীকে টাকা দেয়ার সময় আটক হয়েছে। এ বিষয়ে সহকারী রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।

তবে বিষয়টি সাজানো নাটক দাবি করে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক এস এম শাহিনুজ্জামান শাহীনের নির্বাচনী সমন্বয়ক এসএম জাহাঙ্গীর আলম বলেন, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। তারা নিজেরাই নাটক তৈরি করে আমাদের উপর দোষ চাপাচ্ছেন।

হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ইব্রাহিম খলিল বলেন, কে বা কারা সেই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছে টাকা দিয়েছে। পরে আরেক পক্ষের লোকজন তাকে ধরেছে। আমি দ্রুত প্রশাসনকে জানিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসিল্যান্ড গেছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা