বরিশালের কেন্দ্রগুলোতে নেই ভোটারের উপস্থিতি

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩৫

বেলা বাড়লেও বরিশালের কোনো কেন্দ্রে বাড়েনি ভোটার উপস্থিতি। রবিবার সকাল থেকে বরিশাল-৫ (সদর-সিটি) আসনের বেশকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।

নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার হালদার জানান, বেলা ১২টা পর্যন্ত ৫১৬ টি ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৫৭২। সে হিসেবে এখন পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে।

নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এইচ এম সাহাদাত বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২৩১৯। এর মধ্যে বেলা ১২ টা পর্যন্ত ২৮৯ টি ভোট কাস্ট হয়েছে। সে হিসেবে এ কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় ১৩ শতাংশ ভোট পড়েছে।

নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ কবির হোসেন বলেন, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪৭০। এর মধ্যে বেলা ১২ টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৩৫০ টা।

এছাড়া জেলার বিভিন্ন কেন্দ্রে একই দৃশ্য দেখা গেছে।

এদিকে কয়েকটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

তবে এ ধরনের কোন অভিযোগ পাননি বলে ঢাকা টাইমসকে জানান বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

তিনি বলেন, ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ পুরো জেলায় নির্বাচনি নিরাপত্তায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। বরিশাল জেলায় ১৭ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও সদরে একটি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৬টি আসনে নির্বাচনের মাঠে মোট ৩৫ জন প্রার্থী রয়েছেন। যার মধ্যে (৫) আসনে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস এবং বরিশাল-২ আসনে মনিরুল ইসলাম নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও মনিরুল ইসলাম সরে গিয়ে নৌকাকে সমর্থন দিয়েছেন।

উল্লেখ্য, জেলায় মোট ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন, নারী ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। যারা ৮২৭টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :