প্রথম ভোট দিতে পেরে আনন্দিত তরুণ ভোটাররা

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩৮
অ- অ+

প্রথমবার ভোটার হয়ে ভোট পেরে আনন্দ প্রকাশ করেছেন গাজীপুরের টঙ্গী ও পূবাইলের তরুণ ভোটাররা। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন।

গাজীপুর মহানগরের কালীগঞ্জ-৫ আসনের পূবাইলের হারেজ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তরুণ ভোটার মো. সবুজ মিয়া। ভোট প্রদান শেষে তিনি আমি বলেন, খুব ভালো লাগছে আমার প্রথম ভোটটি ভোটকেন্দ্রে গিয়ে দিতে পেরে।

তরুণ ভোটার আফছার হোসেন ফেসবুকে লিখেছেন প্রথমবার ভোট দিলাম একেবারে নির্ভয়ে শান্তিপূর্ণ পরিবেশে।

নন্দীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ভোট প্রদান করতে আসেন তরুণ ভোটার মো. ইমন। ইমন হোসেন জানান, ভোটের পরিবেশ ভালো ছিল। ভোটকেন্দ্রে পৌছানোর আগ পর্যন্ত তার মনে ভয় থাকলেও ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আয়োজন দেখে তার ভালো লাগে। তিনি নির্বিঘ্নে জীবনের প্রথমবারের মতো ভোট প্রদান করেন। ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করেন তিনি।

টঙ্গীর নোয়াগাঁও কেন্দ্রে ভোট দিতে আসেন তাহমিনা আক্তার। তিনি জানান, আমি প্রথম ভোট দিতে এসেছি। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার আনন্দ অন্যরকম। নতুন একটি অভিজ্ঞতা অর্জন করলাম।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা