নীলফামারী-১ আসনে আবারও নির্বাচিত আফতাব

ডোমার (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
অ- অ+

নীলফামারী-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন সরকার।

রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। পরে ভোটগণনা শেষে রাতে উপজেলার ১৫৪টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ১৯ হাজার ৯০২ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো আফতাব উদ্দিন সরকারকে নির্বাচিত ঘোষণা করা হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন— জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মো. তছলিম উদ্দিন। তিনি পেয়েছেন ২৪ হাজার ৬০১টি ভোট।

এছাড়াও বিএনএম মনোনীত জাফর ইকবাল সিদ্দিকী নোঙর প্রতীকে ১৩ হাজার ২১৭টি, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি ৭ হাজার ৩৫৭টি, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এন কে আলম চৌধুরী ১ হাজার ৫৮০টি, বিএনএফ মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ৫১৭টি ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. মো. মখদুম আজম মাশরাফি তুতুল ৪৯৫টি ভোট পেয়েছেন।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
কাকরাইল মোড়ে জবি শিক্ষক-শিক্ষার্থীরা, দুপুরে গণঅনশন
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা