শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক এর জয়

দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নাহিম রাজ্জাক। তিনি পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ২৫৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের মো. আব্দুল হান্নান পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট।
রবিবার রাতে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ নিজাম উদ্দিন আহাম্মেদ এ ফলাফল ঘোষণা করেন।
এরআগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
শরীয়তপুর-৩ আসনে মোট ভোটার তিন লাখ ১৭ হাজার ৪০৫ জন। আসনটির ১১০ ভোটকেন্দ্রের ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/৮জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন