টানা চারবার বিজয়ী হলেন মুক্তি, মাশরাফি দ্বিতীয়বার

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:২৩
অ- অ+

নড়াইলের দুটি আসনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ২০৫ ভোট। দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চারবার বিজয়ী হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মিলটন মোল্যা পেয়েছেন ৩ হাজার ৭৫৪ ভোট।

এছাড়া ওয়ার্কার্স পার্টির প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১৯৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী সিকদার শাহাদাত হোসেন দুলু এক হাজার ৩১ ভোট, অপর স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক ৮৮১ ভোট, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী ৫৬৩ ভোট এবং জাতীয় পার্টির (জেপি মঞ্জু) শামিম আরা পারভীন ৫১৩ ভোট। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক গত ১৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী স্বামী কবিরুল হক মুক্তিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান।

এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন। কেন্দ্র সংখ্যা ১১০ এবং বুথ সংখ্যা ৬৩০।

এদিকে, নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ বিজয়ের মধ্য দিয়ে পর পর দুবার বিজয়ী হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ পেয়েছেন এক হাজার ৯০৯ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমান মিনার প্রতীকে এক হাজার ৮৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম এক হাজার ৩৬৩ ভোট, গণফ্রন্ট প্রার্থী লতিফুর রহমান ৫৮২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির প্রার্থী মনিরুল ইসলাম ৫৮০ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ৩৫৬ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী লিটু গত ৩ জানুয়ারি মাশরাফি বিন মর্তুজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা