নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানের হ্যাট্রিক জয়

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:৩১
অ- অ+

নারায়ণগঞ্জ-৪ আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য একেএম শামীম ওসমান৷ এই প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট

রবিবার রাত ১১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার দেদারুল ইসলাম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন৷ এই নিয়ে টানা তৃতীয়বার ও মোট চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন শামীম ওসমান৷

উল্লেখ্য, ফতুল্লার ৫টি ইউনিয়ন ও সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ২৩১টি। মোট ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৫৬২। এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লক্ষ ৯৬ হাজার ১৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৬৯২ জন ও নারী ভোটার ৩ লক্ষ ৫২ হাজার ৪৪১ জন। এখানে তৃতীয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছেন।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা