নৌকা পেয়েও নিক্সনের ঈগলের কাছে হেরে গেলেন জাফরউল্লাহ

নৌকা পেয়েও আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহ ঈগল প্রতীকে মজিবর রহমান চৌধুরী নিক্সন এর কাছে হেরে গেলেন। ফরিদপুর -৪ (সদরপুর- ভাঙ্গা -চরভদ্রাসন) আসনে দুজনেই প্রতিদ্বন্দ্বী ছিলেন।
রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মজিবর রহমান চৌধুরী নিক্সন ২৩ হাজার ৯৬৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন মোট ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। কাজী জাফরউল্লাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট।
দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মজিবর রহমান চৌধুরী নিক্সন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। তখনও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্লাহ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়ে হ্যাট্রিক জয়ের স্বাদ পেলেন নিক্সন। হ্যাট্রিক জয়ে নিক্সন শিবিরে বইছে আনন্দের বন্যা।
(ঢাকাটাইমস/৮জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন