কারা হচ্ছে বিরোধী দল, চলছে নানা আলোচনা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ১৪:১৭| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৪:৫১
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পরাজয়ের হিসাবনিকাশের রেশ কাটার আগেই আলোচনা উঠেছে বিরোধী দল হওয়া নিয়ে। বিষয়টিতে সাধারণ মানুষেরও কৌতূহল বেশ। বিগত নির্বাচনগুলোর ভোটের ফলাফল ছাপিয়ে ব্যতিক্রম ফলাফল বয়ে আনা নির্বাচনে কারা হচ্ছে বিরোধী দল- তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অন্য নির্বাচনগুলোতে যেকোনো একটি দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে, এর চেয়ে কম আসনপ্রাপ্ত অর্থাৎ আসন পাওয়ার হিসাবে দ্বিতীয় দলটি বিরোধী দল হয়। কিন্তু এবারের নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর মধ্যে ১১টি আসন পেয়েছে জাতীয় পার্টি। তবে ব্যতিক্রম জায়গাটি হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীরা অন্য বছরগুলোতে রাজনৈতিক দলের তুলনায় কম আসন পেয়ে থাকলেও এবার জাতীয় পার্টিকে ছাপিয়ে ৬২ আসনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ কারণেই বিরোধী দল নিয়ে এবং সংসদের বিরোধীদলীয় নেতা কে হবেন তা নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। মোট ২৯৮ আসনের (২টি আসন স্থগিত) মধ্যে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগের নৌকা। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ১১টি আসনে জয়লাভ করেছে।

তবে সংসদে বিরোধী দল কিংবা বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে দেশের সংবিধানে সুনির্দিষ্ট কিছু বলা নেই।

তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, স্বতন্ত্র প্রার্থীরা ঐক্য করলে তারাও বিরোধী দল হতে পারে। অন্যদিকে বিরোধী দল প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন, তিনিই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/আরআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা