এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত এমপি সৌরেন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:৪৬| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:৪৮
অ- অ+

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছেন। নির্বাচনে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন) নৌকা প্রতীকে ৭৮ হাজার ৫১০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার পর থেকেই সদ্য নির্বাচিত এমপি সাবেক সিনিয়র সচিব সৌরেন নির্বাচনি দুই উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

বদলগাছী নিজ এলাকাতে সোমবার এবং মঙ্গলবার সকাল থেকে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানানো শুরু করেন। এরপর মহাদেবপুর উপজেলার নেতাকর্মীদের ভলোবাসায় সিক্ত হন তিনি।

এছাড়া তার বিজয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে স্ব স্ব উপজেলা পরিষদ চত্বরে যান। সেখানে সদ্য নির্বাচিত এমপি সৌরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

সদ্য নির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, সর্বপ্রথম আমি আমার দুই উপজেলার ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। তাই সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আমি আপনাদের এমপি হয়ে থাকতে চাই। আপনাদের সেবায় সব সময় নিয়োজিত থাকবো।

তিনি আরও বলেন, এর আগে আমি সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। এখন জনপ্রতিনিধি হয়ে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। তবে আমাকে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকার যে সুযোগটা পেয়েছি, তার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দলীয় প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে নৌকা প্রতীক না দিলে, আমি বুঝতে পারতাম না আপনারা আমাকে এতো ভালোবাসেন। তাই আমিও আপনাদের সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করার চেষ্টা করবো। এখন আমার মূল লক্ষ্য হবে মহাদেবপুর ও বদলগাছী উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলা।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা