লোহিতসাগরে হুতিদের ছোড়া ২১ ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ১৬:১১

লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া ২১টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক রাত ৯. ১৫ মিনিটে ইরান-সমর্থিত হুথিরা ইরানের ডিজাইন করা যুদ্ধ ড্রোন, জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি কমপ্লেক্স আক্রমণ শুরু করে। যেখানে কয়েক ডজন বাণিজ্যিক জাহাজ ট্রানজিট করছিল।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিকে জানিয়েছে, লোহিতসাগরে আন্তর্জাতিক পণ্য পরিবহনের পথে চলা জাহাজগুলো লক্ষ্য করে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, লোহিতসাগরের দক্ষিণে ইয়েমেন নিয়ন্ত্রিত অংশ থেকে ইরানের তৈরি ১৮ ড্রোন, ২টি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুতিরা। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের এই অভিযানে ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ইউএসএস গ্রেভলি, ইউএসএস ল্যাবুন, ইউএসএস মেসন-সহ তিনটি মার্কিন ডেস্ট্রয়ার এবং যুক্তরাজ্যের এইচএমএস ডায়মন্ড ও এফ/এ-১৮ যুদ্ধবিমান অংশ নেয়।

সেন্টকম বলেছে, ১৯ নভেম্বর থেকে গত সাত সপ্তাহে লোহিত সাগরের আন্তর্জাতিক শিপিং লেনে সশস্ত্র গোষ্ঠী হুতির ২৬তম হামলা এটি।

এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ।

প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসকে সমর্থন জানিয়ে ইয়েমেন উপকূলে গুরুত্বপূর্ণ শিপিং লেনের জাহাজগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে লোহিত সাগরের এ রুটে চলাচল বন্ধ করে দিয়েছে ম্যার্স্ক, সিএমএ সিজিএমেসহ বড় বড় শিপিং প্রতিষ্ঠানগুলো।

এরপরই হুতিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এ সমুদ্র পথকে নিরাপদ রাখতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডাসহ ১০টি দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করেছ যুক্তরাষ্ট্র। নতুন করে আরও ১০টি দেশসহ মোট ২০টি দেশের এ জোট হুতির আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের পাশে থাকার ঘোষণা দেয়।এরপরই মার্কিন নেতৃত্বাধীন জোটের কয়েকটি যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে।

চলতি মাসের শুরুতেই লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকালে যুক্তরাষ্ট্রের হামলায় হুতির ১০ যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় হুতিদের তিনটি নৌকাও ডুবে গেছে।

তবে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি

ইব্রাহিম রাইসি: বিচারক থেকে প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মরদেহ উদ্ধার

প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহীর মৃত্যু নিশ্চিত করল ইরান  

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ সব আরোহী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনা: ধ্বংসাবশেষের স্থান শনাক্ত

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :