টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন ইয়াফেস ওসমান ও সামন্ত লাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ২১:৪২| আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২২:১৪
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। একই সঙ্গে বরাবরের মতো পুনরায় টেকনোক্রেট কোটায় মন্ত্রণালয় পাচ্ছেন স্থপতি ইয়াফেস ওসমান।

বুধবার রাতে নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া ৩৬ জনের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এ সময় তিনি টেকনোক্র্যাট কোটায় স্থপতি ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেনের নাম ঘোষণা করেন। নতুন মন্ত্রিসভায় তারা পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

স্থপতি ইয়াফেস ওসমান এর আগে নবম সংসদে ২০০৯ সালে প্রথম তৎকালীন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর ২০১৪ সালে দশম সংসদেও তিনি একই দায়িত্ব পান। পরে ২০১৫ সালে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয়। এরপর ২০১৯ সালে একাদশ সংসদে পুনরায় তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। অন্যদিকে সামন্ত লাল সেন এবারই প্রথম মন্ত্রিসভায় ডাক পেলেন।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ ১ জন গ্রেপ্তার
নির্মম ঘাতক বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কৌশল, বজ্রপাত নিরোধক প্রাণহানি কমাবে!
ঢাকা থেকে ওড়ার পরই তার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আগুন
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামলা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা