নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বিপুলকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় বারদী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন আব্দুল্লাহ আল কায়সার।
সংবর্ধনা অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, আরিফ মাসুদ বাবু, জাহিদ হাসান জিন্নাহ, লায়ন মাহবুবুর রহমান বাবুল, সামসুল আলম সামসু, হুমায়ুন কবির ভুঁইয়া, আল আমিন সরকার, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় সোনারগাঁকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/পিএস)