নাটোরে চাঁদা না দেওয়ায় ইজারাদারকে মারধর করলেন যুবলীগ নেতা

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১২:৪২| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৬
অ- অ+
অভিযুক্ত যুবলীগ নেতা কাউসার আহমেদ অপু।

নাটোরের বড়াইগ্রামে দাবিকৃত চাঁদা না দেওয়ায় লক্ষ্মীকোল হাটের ইজারাদার যুবায়ের হোসেনসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা কাউসার আহমেদ অপুর বিরুদ্ধে।আহত বাজার ইজারাদার যুবায়ের হোসেন।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার পৌর এলাকার লক্ষ্মীকোল হাটে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাটের ইজারাদার যুবায়ের হোসেন (৩৭) এবং লক্ষ্মীকোল এলাকার শহীদুল ইসলাম ও বজলুর রহমান। অভিযুক্ত কাউসার আহমেদ অপু (৩৫) বড়াইগ্রাম পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

আহত যুবায়ের হোসেন জানান, সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার লক্ষ্মীকোল হাট বসে। গত সোমবার (৮ জানুয়ারি) কাউসার আহমেদ অপু হাটে এসে চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে বেশ কিছু মালামাল নিয়ে যায়। পরে আরও দুই দিন একই কাজ করে।

যুবায়েরের অভিযোগ, সোমবার সকালে কাউসার আবারও হাটে এসে চাঁদা দাবি করলে আমি তাকে বাধা দিই। তখন কাউসারসহ তার সঙ্গে থাকা ১০-১২ জন আমাকে মারধর শুরু করে। আমাকে বাঁচাতে এগিয়ে এলে শহীদুল ও বজলুরকেও মারধর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বড়াইগ্রাম পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ অপু বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। রাজনৈতিকভাবে হেয় করতেই এ ঘটনায় আমার নাম জড়ানো হচ্ছে।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, এ ঘটনায় রাতে মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা