গাজীপুরের শ্রীপুরে বিস্কুট কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ২০:৩০
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় ও খাদ্য পণ্যের মোড়কের গায়ে উৎপাদনের মেয়াদোত্তীর্ণ হওয়ায় একটি বিস্কুট কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় পামওয়েল ও ময়দার মিশ্রণ জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে উপজেলার এমসি বাজার এলাকায় অবস্থিত বঙ্গজ হোল্ডিং বিস্কুট কারাখানাকে নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুরের নিরাপদ খাদ্য পরিদর্শক খাদেমুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অ্যান্ড নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম দুলাল, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

অভিযানের পর প্রসিকিউটিং অফিসার (উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এন্ড নিরাপদ খাদ্য পরিদর্শক) মো. রফিকুল ইসলাম দুলাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এমসি বাজারের বঙ্গজ হোল্ডিং নামক বিস্কুট কারখানায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন হচ্ছে।

এমন সংবাদে মঙ্গলবার বিকালে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়াই খাদ্য পণ্য প্যাকেট জাতকরণ, বাসী ময়দা দিয়ে বিস্কুট তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদনের বিষয়টি প্রমাণিত হয়। পরে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারায় ওই কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ২০ লিটার পামওয়েল ও ৩০ কেজি ময়দার মিশ্রণ জব্দ করে ধ্বংস করা হয়।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/ এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা