বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাবে ইসি

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সভাপতিত্বে নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট) এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে ইসির সেবা শাখার সহকারী সচিব ইজাকির মাহমুদ মাঠ কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট) গত ৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় একটি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এর সব কর্মকর্তা ও কর্মচারী এবং আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ও ইভিএম প্রকল্পের কর্মকর্তাগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হল।
(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এলএম/ইএস)

মন্তব্য করুন