বাগেরহাটে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাটে মুক্তিযোদ্ধার সন্তানদের পরিবারসহ অসহায় শীতার্তদের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি ও বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদারের সভাপতিত্বে প্রায় দুইশত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক কমান্ডার শেখ শওকত হোসেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- সাবেক সদর উপজেলা ডেপুটি কমান্ডার ডাক্তার আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ করিম, বীর মুক্তিযোদ্ধা খসশু শেখ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, বীর মুক্তিযোদ্ধা হাকিম শেখ, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আজাদ রশীদী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শিকদার রেজাউল কবির, সহ-সভাপতি খান মাহবুবুর রহমান বাদল, জাহিদুল ইসলাম পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুর উজ্জামান, সাংগঠনিক সম্পাদক, সাজ্জাদ হোসেন লিমন, মেহেদী হাসান রনি, প্রচার সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মহিবুল্লাহ মুরাদ, সদর উপজেলা আহ্বায়ক শাহিন হালদার, সদস্য সচিব কবিরুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক সামিম হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক শেখ রিজওয়ান আহমেদ প্রমুখ।
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন