মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ।
সোমবার পাতারহাট বন্দরের মুক্তিযোদ্ধা পার্ক মাঠে সকাল ১০টায় এবং একইদিন দুপুর ২টায় চানপুর পার্শ্ববর্তী হিজলা উপজেলা ধূলখোলা ইউনিয়ন ও মেহেন্দিগঞ্জ পৌরসভার মেহেন্দিগঞ্জ সদরসহ ১৬টি ইউনিয়ন একটি পৌরসভায় মোট সাড়ে ৮ হাজার মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ।
এ সময় মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সংসদ সদস্য পঙ্কজ নাথকে ফুলেল শুভেচ্ছা জানান।
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন