আরও কমলো চীনের জনসংখ্যা

টানা দ্বিতীয় বছরের মত কমলো চীনের জনসংখ্যা। ২০২৩ সালে দেশটির জনসংখ্যা ২০ লাখেরও বেশি কমেছে। জন্মহার কম হওয়া এবং করোনাভাইরাসে মৃত্যুর কারণে জনসংখ্যা কমেছে বলে জানানো হয়েছে।
বেজিংয়ের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২৩ সালের শেষে চীনের জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার। ২০২২ সালে যে জনসংখ্যা ছিল, তার তুলনায় ২৩ সালের জনসংখ্যা ২০ লাখ ৮০ হাজার কম।
এছাড়া ২০২৩ সালে জন্মহার ছিল প্রতি হাজারে ছয় দশমিক ৩৯। এরফলে গত বছরই চীনকে টপকে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের এক নম্বর দেশ হয়েছে ভারত।
প্রসঙ্গত, প্রায় এক দশক ধরে জন্মহার হ্রাস এবং বার্ধক্যজনিত জনসংখ্যার সম্মুখীন হয়েছে চীন। জনসংখ্যার এই পতনের কারণগুলোর মধ্যে দেশটির এক-সন্তান নীতির প্রভাব রয়েছে। তবে ২০১৫ সালে এ নীতি থেকে সরে আসে চীনা সরকার। সম্প্রতি সন্তান জন্মদানের জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে, তারপরও জন্মহার বৃদ্ধির কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
এদিকে জনসংখ্যা কমলেও চীন দাবি করেছে, তাদের অর্থনীতির বৃদ্ধি হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ।
চীনের দাবি, তারা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির টার্গেট পূরণ করতে পেরেছে। করোনার কড়াকড়ি তুলে নেয়ার পর চীনের আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল পাঁচ শতাংশ।
সূত্র: ডয়েচে ভেলে
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এমআর)

মন্তব্য করুন