ঢাবির প্রতিষ্ঠাতা স্যার সলিমুল্লাহর মৃত্যুবার্ষিকী সরকারিভাবে পালনের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্যতম প্রতিষ্ঠাতা নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের ১০৯তম মৃত্যুবার্ষিকী (১৬ জানুয়ারি) উপলক্ষে বাংলাদেশ জাস্টিস পাটি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে। সলিমুল্লাহ বাহাদুর ভারতীয় মুসলীম লীগের প্রতিষ্ঠাতা। তিনি উপমহাদেশের রাজনীতিতে পরিবর্তনকারী মহাপুরুষ, ভারতীয় উপমহাদেশে মুসলিম জাগরণের অগ্রদূত।
বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি ড.এস.জেড.এম. সালেহউদ্দিন এবং সাধারণ সম্পাদক মানসুর আলম শিকদার বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মরহুম নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের অবদান ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক পরিবর্তনে অপরিসীম। ব্রিটিশ আমলে দিকভ্রান্ত মুসলমানদের জন্য ভারতীয় মুসলিম লীগের ঐতিহাসিক ভূমিকা এই অঞ্চলের মুসলমানদের প্রেরণার উৎস।
বাঙালি জাতির প্রতি মরহুম খাজা সলিমুল্লাহ বাহাদুরের অবদানকে স্মরণ করে তার মৃত্যুবার্ষিকীর দিনটি সরকারিভাবে পালন করার দাবি জানায় জাস্টিস পার্টি।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/কেএম)

মন্তব্য করুন