গোপালগঞ্জে ঘন কুয়াশায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭
ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জের সদর উপজেলায় বিজয় পাশা এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৭ জন।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার বিজয় পাশা শুনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়ার রাজুর স্ত্রী সায়মা বেগম (২৪) ও রূপসা উপজেলার মিজান শেখ (২৮)।
পুলিশ জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস একটি পরিবহন উপজেলার বিজয় পাশা এলাকায় এলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
(ঢাকা টাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/এসএ)