গোপালগঞ্জে ঘন কুয়াশায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৫১
অ- অ+

ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জের সদর উপজেলায় বিজয় পাশা এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৭ জন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার বিজয় পাশা শুনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়ার রাজুর স্ত্রী সায়মা বেগম (২৪) ও রূপসা উপজেলার মিজান শেখ (২৮)।

পুলিশ জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস একটি পরিবহন উপজেলার বিজয় পাশা এলাকায় এলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঢাকা টাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সংঘর্ষে দুজন নিহত
গোপালগঞ্জে কারফিউ জারি, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা