ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনির বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ২১:১০| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ২১:১২
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার প্রতিবাদে টিএসসিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। হামলার অভিযোগ উঠেছে সাবেক কৃষিমন্ত্রীর ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগ নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পাদদেশে ছাত্রলীগ নেতারা কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি এবং তার পরিবারের ওপর হামলাকারীদের শাস্তি দাবি করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেরুল হাসান সোহেল, ছাত্রলীগ নেতা সোহান খান, সৈকতুজ্জামান সৈকত, রাকিব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় নিজ বাড়িতে রাতের অন্ধকারে কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি এবং তার পরিবারের ওপর সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের খালাতভাই ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হিরা এবং মামাতভাই মঞ্জুরুল হাসান তপনের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৯টায় সন্ত্রাসী হামলা করা হয়।

রনির বাড়ির একাধিক জানালাসহ বিভিন্ন জায়গায় অতর্কিত হামলায় পরিবারের সদস্যরা আহত হয়। পরবর্তীতে এলাকার সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে ও বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক মিছিল বের করে ন্যক্কারজনক ও কাপুরুষিত এই হামলার প্রতিবাদ করেন।

মানববন্ধনে ছাত্রলীগ নেতারা এই হামলার নিন্দা জানান। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা লতিফুল ইসলাম নিপুল, সোহাগ, সাগর আহমেদ, শওকত উসমান, নাজমুল হাসানসহ আরও অনেকে। এছাড়াও বর্তমান ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮ জানুয়ারী/জেএ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা