স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাইকে স্মার্ট হতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ২৩:৪১

গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সকলকে স্মার্ট হতে হবে। অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে। মাদক ব্যবসা প্রশাসনের মাধ্যমে বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব কথা বলেন তিনি। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ওই সভায় অংশগ্রহণ করেন।

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু বাক্কার ছিদ্দিক আকন্দ সোহেল বলেন, শ্রীপুর বাজার ও রেলস্টেশন এলাকায় অটোরিকশার উৎপীড়ন বেড়েছে। বেশিরভাগ সময় জট লেগে যাওয়ায় পায়ে হেঁটে সড়কে চলাচল করা যায় না। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারী নির্বিঘ্নে চলাচল করতে পারে না।

উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক বলেন, ওই ইউনিয়নের কিছু কিছু এলাকায় মাদক ব্যবসা ও মাদকের ছড়াছড়ি রয়েছে। পুলিশের সোর্সের মাধ্যমে কিছু মিথ্যা মামলার ঘটনাও ঘটেছে।

গাজীপুর জেলা পরিষদের সদস আব্দুস ছালাম মোল্লা বলেন, মাওনা চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাথার পাড়া পর্যন্ত বেশ কয়েকটি মাদকের স্পট রয়েছে। ওইসব স্পটের ব্যাপারে অগে পরে মোবাইলকোর্টসহ জনপ্রতিনিধিদের মাধ্যমে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। গত পাঁচ বছরে এর মাত্রা অনেক বেড়েছে। পুলিশ প্রশাসনকে নামসহ জানালেও প্রতিকার মেলে না। একটা অস্থির পরিবেশ বিরাজ করছে। এদের নিয়ন্ত্রণ করা না গেলে অপরাধ প্রবণতার মাত্রাও বেড়ে যাবে।

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, মাওনা চৌরাস্তাসহ কয়েকটি পরিবহন স্পটে মিনি পরিবহন থেকে চাঁদাবাজির পাঁয়তারা চলছে। দু’একটি উদ্যোগ তিনি নিজে বন্ধ করেছেন। তবে ওইসব স্পটে পরিবহনের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য লাইনম্যান থাকতে পারে। তবে অবশ্যই তা হবে প্রশাসন ও জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, তিনি সদ্য যোগদানকারী কর্মকর্তা। পারিপার্শ্বিক কিছু বিষয়ের কারণে ব্যবসায়ীরা মাদক ব্যবসা করছে। ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে হবে। তিনি যোগদানের পর গত এক মাসে শ্রীপুর থানায় কোনো মিথ্যা মামলা হয়নি এবং মিথ্যা মামলার সুযোগও নেই। পরিস্থিতি নষ্ট করতে কিছু ব্যক্তি কারখানা এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ (আনরেস্ট) করার চেষ্টা করছে। আমরা সতর্ক রয়েছি।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, কাওরাইদের রিমোট এলাকায় অবৈধভাবে মাটি কেটে ভূমির রূপ পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে। নিজের জমি থেকেও অবৈধ উপায়ে মাটি কাটার সুযোগ নেই। দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়া যায় না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

হরিরামপুর উপজেলা নির্বাচন: সম্পদে ছাত্রলীগ নেতা, মামলায় এগিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা

তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়ায় স্বামী জেলহাজতে

সরাইলে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গজারিয়া নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদে উপনির্বাচন  সম্পন্ন

গজারিয়ায় ডাকাত রাসেল গ্রেপ্তার 

রাষ্ট্রের সকল জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে: আমু 

অসুস্থ বাবাকে দেখতে চাওয়ায় স্ত্রীকে খুন করলো স্বামী

সিরাজদিখানে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৬ শিক্ষার্থী 

পটুয়াখালীতে খালে ভেসে এলো অচেনা বস্তু, ধারণা ‘টর্পেডো’

এই বিভাগের সব খবর

শিরোনাম :