পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:১৫

পঞ্চগড়ে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও বেড়েছে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাস। এতে কনকনে শীতে দুর্ভোগ আরও বেড়েছে।

শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ২ ডিগ্রি।

এদিকে দুই সপ্তাহ ধরেই ঠিকমত সূর্যের দেখা মিলছে না। হঠাৎ রোদের দেখা মিললেও তাপ ছড়ানোর আগেই সূর্য ঘনকুয়াশা আর মেঘের আড়ালে ঢেকে যায়। দিনভর উত্তরের হিমশীতল বাতাসে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা ভ্যানচালক, কৃষি শ্রমিকসহ কর্মজীবী মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, মেঘাচ্ছন্ন আকাশ আর ঘনকুয়াশার কারণে প্রায় দুই সপ্তাহ ধরে ঠিকমত সূর্যের দেখা নেই। শুক্রবার সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ২ ডিগ্রি।।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :