জামালপুরে রেলের স্লিপার খোলার সময় যুবক আটক 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬
অ- অ+

জামালপুর সদর উপজেলার নান্দিনায় রেললাইনের স্লিপার প্লেট ও পিন খুলে নেওয়ার সময় হাতেনাতে শাকিল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে তাকে আটক করে রেলের পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা।

আটক শাকিল মিয়া সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে বাঁদেচান্দি এলাকার মুনতাজ আলীর ছেলে।

জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাকিল মিয়া ঢাকা-জামালপুর রেলপথে দুপুর সাড়ে ১২টার দিকে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে রেললাইনের পিন খুলে স্লিপার উপরে ফেলা অবস্থায় তাকে আটক করে রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা।

জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট মিজানুর রহমান বলেন, রেললাইনের পিন খুলে স্লিপার উপরে ফেলা অবস্থায় হাতেনাতে শাকিল নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা।

তাকে নান্দিনা রেলওয়ে স্টেশনে আটকে রাখা হয়েছে এবং জিআরপি থানা পুলিশে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা উত্তরের যুবলীগ নেতা সফুর উদ্দিন গ্রেপ্তার
খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি: আমিনুল হক 
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা