কারিগরি ত্রুটিতে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, স্বাভাবিক হবে শনিবার নাগাদ

মহেশখালীতে অবস্থিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে চট্টগ্রামে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ গ্রাহক। শুক্রবার সকাল থেকে বন্ধ হওয়া গ্যাস সরবরাহ শনিবার নাগাদ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
জানা গেছে, মহেশখালীর এলএনজি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) বৃহস্পতিবার থেকে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে শুক্রবার সকাল থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করতে পারেনি বিতরণ কোম্পানি কর্ণফুলী।
চট্টগ্রামে কর্ণফুলীর ছয় লাখের বেশি গ্রাহক রয়েছে। হঠাৎ করে গ্যাস বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। বন্ধ হয়ে গেছে শিল্প কারখানার উৎপাদন। খাবারের জন্য হোটেল, রেস্তোরাঁয় ভিড় করছেন মানুষ। রেস্তোরাঁগুলো সিলিন্ডার গ্যাসে খাবার সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
এ ব্যাপারে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ত্রুটি সমাধানের জন্য সিঙ্গাপুর থেকে এক্সপার্ট আনা হয়েছে। আজ গ্যাস দেওয়া সম্ভব নয়। কালকের মধ্যে ঠিক হবে বলে আশা করছি।
এদিকে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এর পক্ষ থেকে ক্ষুদেবার্তায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধের তথ্য জানিয়ে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। বার্তায় বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং কোম্পানিসমূহ সার্বক্ষণিক তদারকি করছে। দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
(ঢাকা টাইমস/১৯জানুয়ারি/ইএস)

মন্তব্য করুন