দিনাজপুরে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনাজপুর অ্যাকাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, সাবেক সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট প্রমুখ।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন