তিতাসে কাবাডি খেলা অনুষ্ঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১৯:৪৪
অ- অ+

কুমিল্লার তিতাসে ঐতিহ্য ধরে রাখতে ও গ্রামের সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন অটুট রাখতে জাতীয় কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর ঈদগাহ মাঠে যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।

খেলার উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. জাকির মুন্সি। ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কবির হোসেন শিকদার, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগ নেতা মো. নূর নবী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রফিকুল ইসলাম নিরব, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. নূর নবী প্রমুখ।

এছাড়াও এই কাবাডি প্রতিযোগিতা দেখার জন্য আশেপাশের হাজার হাজার মহিলা-পুরুষসহ নানা বয়সের মানুষ ভিড় করেন।

খেলায় বিবাহিত বনাম অবিবাহিতরা অংশগ্রহণ করে। এতে অবিবাহিতরা বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা