আলফাডাঙ্গায় স্বর্ণালংকারসহ ১৩ লাখ টাকার মালামাল লুট

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬| আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২১:১৪
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক সাবেক বিজিবি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকারসহ ১৩ লক্ষাধিক মূল্যের মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতরা।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের শিয়ালদি গ্রামের সাবেক বিজিবি সদস্য মিজানুর রহমান বাচ্চু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১টার দিকে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বিল্ডিংয়ের দরজা ভেঙে জোরপূর্বক ঘরে প্রবেশ করে ওই সাবেক বিজিবি সদস্যসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সকলকে শাড়ি দিয়ে বেঁধে রেখে প্রায় ৫০ মিনিট ধরে সবকিছু তছনছ করে নগদ ৩১ হাজার টাকা, সাড়ে ৪ ভরি স্বর্ণের নেকলেস, ৩ ভরি স্বর্ণের চুড়ি, ২.৭৫ ভরি গলার চিক, ০.৪ ভরি কানের দুল, ১ ভরি বালা, স্মার্ট মোবাইল ফোন ১ টা এবং বাটন ফোনসহ ১৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায় তারা।

জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. শামীমুল হক জানান, ডাকাতির ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এমআই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা