ময়মনসিংহে দিনব্যাপী মেয়রের শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৪, ১৯:৩৯
অ- অ+

‘মানুষ মানুষের জন্য’ এ স্লোগানকে ধারণ করে ময়মনসিংহ নগরীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।

শনিবার মহানগর যুবলীগের আহ্বায়ক শাহিনুরের নেতৃত্বে বেলা ১২টায় নগরীর টাউনহল অডিটরিয়ামে, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল খানের নেতৃত্বে দুপুরে কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিকালে সাংবাদিক পাশার নেতৃত্বে দুলদুল ক্যাম্পে ও আবাসন পল্লিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ৪ হাজার অসহায় ছিন্নমূল ও শীতার্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ সময় প্যানেল মেয়র সামীমা আক্তার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলালুল ইসলাম সুরুজ, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. শাহানুর আলম শান্ত, সদস্য ইব্রাহিম মুকুট, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বরকত খান, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল আউয়াল মিন্টু, মহানগর যুবলীগের সদস্য মো. আল আমিন, মো. গোলাম মোস্তফা কামাল শামীম, মো. জিয়াউর রহমানসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিটি এলাকায় কার্ডের মাধ্যমে সুশৃঙ্খলভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তীব্র শীতের মাঝে অসহায় ছিন্নমূলরা শীতবস্ত্র কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা