যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়, ঠান্ডায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৪, ১১:৫১| আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১২:০৭
অ- অ+

তীব্র শীতকালীন ঝড় ও ঠান্ডা আবহাওয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন ধরে টানা তুষারঝড়ে দেশটির ১০টি রাজ্য কার্যত অচল হয়ে পড়েছে, ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ। এই পরিস্থিতিতে গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঠান্ডা আবহাওয়ায় দেশটিতে কমপক্ষে ৫৫ জন মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত রিপোর্ট করা ৫৫ জনের মৃত্যুর মধ্যে বেশিরভাগই আবহাওয়া-সংক্রান্ত পরিস্থিতি যেমন- রাস্তার বরফের স্তূপের কারণে গাড়ি দুর্ঘটনা এবং কাছাকাছি হিমাঙ্কের নিচে তাপমাত্রায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে। এর মধ্যে শুধু টেনেসিতেই ১৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার থেকে নিউইয়র্ক সিটি, বাল্টিমোর এবং ওয়াশিংটন ডিসিতে পূর্বাভাসের চেয়ে ভারী তুষারপাত হয়েছে। পাশাপাশি সেখানে যোগ হয়েছে হাড় কাঁপানো ঠান্ডা, প্রচণ্ড তুষারপাত, বরফ ঝড়, ফ্রিজিং রেইন এবং তীব্র বাতাস, যা গত দুই সপ্তাহ ধরে চলছে।

এদিকে মেমফিস ও টেনেসির বাসিন্দাদের পানি ফুটিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তীব্র ঠান্ডার কারণে মেম্ফিসের পানির অনেক পাইপ ভেঙে গেছে। যার কারণে সেখানে পানির চাপ পড়েছে।

আরও পড়ুন: শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে ৩৩ জনের মৃত্যু

শুক্রবার রাজ্যটির ইউটিলিটি কর্তৃপক্ষ তাদের ৪ লাখ গ্রাহকের সবাইকে পানি ফুটিয়ে পান করার আহ্বান জানিয়েছে। এমনকি দাঁত ব্রাশের জন্য ফোটানো পানি ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা। পানি ফোটানো সম্ভব না হলে, বোতলজাত পানি ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। আর নিউইয়র্ক শহরের বাসিন্দাদের সতর্ক করে জানানো হয়েছে, এই সপ্তাহান্তে রাস্তাগুলো বিপজ্জনক বরফে ঢেকে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, আগামী সপ্তাহের আগে এ পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি রাজ্যে আবহাওয়ার সতর্কতা জারি করেছে এনডব্লিউএস। ৭০ মিলিয়নেরও বেশি মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় রয়েছে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
নির্বাচনে ইসিকে সহায়তায় করবে জাতিসংঘ ও জাপান, চুক্তি স্বাক্ষর
শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা