ফের পা মচকালো কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর

আবারও পা মচকে গেছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর। বর্তমানে ক্রাচে ভর দিয়ে অনেক কষ্টে হাঁটাচলা করতে হচ্ছে তাকে। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এ কথা তিনিই জানিয়েছেন।
ওই ভিডিওতে দেখা যায়, দুটি ক্র্যাচ দুই হাতে নিয়ে হেঁটে আসছেন সামিনা চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, ‘পা’টা আবার মচকালো।’ অর্থাৎ এর আগেও সামিনা চৌধুরীর পা মচকেছিল। তবে কবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানাননি তিনি।
সামিনা চৌধুরীর ভিডিওর নিচে কমেন্ট বক্সে সবাই তার জন্য শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করেছেন।
নন্দিত ও অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী সামিনা চৌধুরীর সংগীতজীবন শুরু হয় খুব ছোটবেলায়। ১৯৭৭ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় তিনি নতুন কুঁড়ির সংগীত প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে প্রথম স্থান অধিকার করে সবার দৃষ্টি আকর্ষণ করেন।
১৯৮১ সালে প্লেব্যাক গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন সামিনা চৌধুরী। তিনি গান শেখেন বাবা মাহমুদুন্নবীর কাছ থেকে। সংগীতে অসামান্য অবদান রাখায় অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন সামিনা চৌধুরী।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এজে)

মন্তব্য করুন