জয়পুরহাটে শীতের প্রকোপ
সকল প্রাথমিকে পাঠদান ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় জয়পুরহাট জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ও মাধ্যমিক বিদ্যালয় সম্পূর্ণরূপে দুই দিন বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
সিদ্ধান্ত অনুযায়ী রবিবার ও সোমবার দুইদিন বন্ধ থাকবে বিদ্যালয়। তবে বন্ধের বিষয়টি সকাল পর্যন্ত জানতো না শিক্ষার্থীরা। এ কারণে প্রতিদিনের ন্যায় আজ সকালেও বিদ্যালয়ে উপস্থিত হয়েছে শিক্ষার্থীরা। পরে বিষয়টি জানতে পেরে বাড়ি ফিরে যান তারা।
রবিবার দুপুরে পাঁচবিবি উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় আজ ও আগামীকাল প্রাথমিক পর্যায়ে উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। সকালের দিকে সকল বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
উপজেলার নিকড়দীঘি নান্দুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির উদ্দীন বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে যথাসময়ে শিক্ষার্থীরা চলে আসে। পরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানতে পারলাম রবিবার ও সোমবার জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে আমরাও স্কুলে আসা সকল শিক্ষার্থীদের ছুটি দিয়েছি।
জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় দুই দিন পুরোপুরি বন্ধ থাকবে এবং প্রাথমিক বিদ্যালয়ে শুধু পাঠদান বন্ধ থাকবে।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন