রাস্তার পাশে পড়ে ছিল শপিং ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ

গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা কাপড়ের শপিং ব্যাগের ভেতর থেকে সাত মাস বয়সি এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডিবিএল কারখানার উত্তর পাশে গোদারচালা, তেলিহাটি আঞ্চলিক সড়কের বেলাল ফকিরের আকাশমনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে রাস্তার পাশে বাগানের ভেতরে একটি কাপড়ের শপিং ব্যাগে কিছু একটা মোড়ানো অবস্থায় দেখেন কয়েকজন ব্যক্তি। পরে তারা ব্যাগটি খুললে তার ভেতর একটি শিশুর মরদেহ বেরিয়ে আসে। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। (ঢাকাটাইমস/২১জানুয়ারি/এআর)

মন্তব্য করুন