বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি, হাসপাতালের মালিকসহ গ্রেপ্তার ৩

রংপুর নগরের হলি ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা বিল পরিশোধ করতে না পারায় মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে নবজাতক (ছেলে) বিক্রি করে দিয়েছেন ক্লিনিক মালিক। এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ করলে পুলিশ শিশুটির বাবা ও ক্লিনিক মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়।
রবিবার বিকালে নগরীর সেন্ট্রাল রোডস্থ গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আবু- মারুফ হোসেন।
ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় গত বুধবার (১৭ জানুয়ারি) সকালে মা লাবনীর অগোচরে ক্লিনিকের মালিক এমএস রহমান রনি তার পরিচিত নিঃসন্তান দম্পত্তি জেরিনা আক্তার বিথী ও রুবেল হোসেন রতনের কাছে স্বামী ওয়াসিম আকরামের সহয়তায় মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে নবজাতকটি বিক্রি করে দেয়।
এ ঘটনায় লাবনী আক্তার রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করলে রবিবার দুপুরে নগরীর পীরজাবাদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্লিনিকের মালিক এমএস রহমান রনি (পল্লী চিকিৎসক), রুবেল হোসেন ও লাবনীর স্বামী ওয়াসিম আকরামকে গ্রেপ্তার করে।
লাবনী আক্তার জানান, ক্লিনিকের মালিক এমএস রহমান রনি তাদের পরিচিত হওয়ায় সেখানে গিয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালের বিল পরিশোধের জন্য তার স্বামী নিজের কিডনি দিতে চেয়েছিলেন তার পরও ক্লিনিক মালিকের মন গলাতে পারেননি। সে তার নবজাতক সন্তানকে ক্লিনিকের মালিক এমএস রহমান রনির চাপের মুখে ওই দম্পত্তির কাছে বিক্রির সহায়তা করতে বাধ্য হন। তার কোনো দোষ নেই বলে জানান লাবনী। শিশুটি উদ্ধারের পর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় প্রসূতি লাবনী আক্তার কোতোয়ালি থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এআর)
মন্তব্য করুন