টানা দ্বিতীয় দিনেও কুড়িগ্রামে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ১২:৪৪
অ- অ+

কুড়িগ্রামের উপর দিয়ে দ্বিতীয় দিনের মতো বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। এই কারণে দ্বিতীয় দিনেও জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষজন।

গত দুদিন তাপমাত্রা হ্রাস পেয়ে সোমবার ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে বিরাজ করছে। সারাদেশের তুলনায় কুড়িগ্রামে বাতাসের গতি বেশি থাকায় জেলায় শীতের তীব্রতাও বেশি অনুভূত হচ্ছে। এতে জেলার ৫ শতাধিক চরাঞ্চলের মানুষ বেশি দুর্ভোগে পড়েছে।

সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। গত দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে। এছাড়াও তিনি আরও বলেন, গত এক সপ্তাহ ধরে জেলায় বাতাসের গতি বেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যার কারণে জেলায় শীতের তীব্র একটু বেশি।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা