সমন্বয়ের অভাব

বগুড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও জানতো না শিক্ষার্থীরা

বগুড়া  প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ১২:৪৩| আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৪:০৭
অ- অ+

বগুড়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় বন্ধ ঘোষণা করা হয়েছে সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। তবে বন্ধের এই ঘোষণাটি জানেন না শিক্ষার্থী এবং অভিভাবকরা। জানতেন না শিক্ষা প্রতিষ্ঠানও। সকালে বিদ্যালয়ে এসে বিষয়টি জানতে পেরেছেন তারা। বিষয়টিকে আবহাওয়া অফিস ও জেলা শিক্ষা অফিসের মধ্যে সমন্বয়য়ের অভাব হিসেবে দেখছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা।

পাঠদান কার্যক্রম বন্ধ থাকার আজকের (২২ জানুয়ারি) সিদ্ধান্তও শিক্ষা প্রতিষ্ঠানগুলো জানতে পেরেছে সকালে। যে কারণে তীব্র শীতের মধ্যে অভিভাবকসহ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফিরে আসতে হয়েছে। আবার কোথাও কোথাও পাঠদান চলতেও দেখা গেছে।

এদিকে জেলার শিক্ষা বিভাগ থেকে বলা হয়েছে, তাপমাত্রার উপর নির্ভর করছে কবে পাঠদান চালু থাকবে আবার কবে বন্ধ থাকবে।

তবে অভিভাবকরা আবহাওয়া অফিস ও শিক্ষা অফিসের সমন্বয়ের অভাবকে দায়ী করে বলেন, পাঠদান কার্যক্রম বন্ধ এবং চালুর বিষয়ে নির্দিষ্ট একটা সময়সীমা বেঁধে দেওয়া দরকার।

আজ সোমবার (২২জানুয়ারি) জেলায় সর্বনিম্ন মাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় আছে এক হাজার ৬০৩টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৪৯টি, মাদরাসা ৩০৭টি এবং স্কুল ও কলেজ আছে ৩১টি।

সরেজমিনে বগুড়া শহরের জিলা স্কুল, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং দি সিটি গার্লস হাইস্কুলসহ বেশ কয়েকটি স্কুল ঘুরে দেখা গেছে প্রতিটি স্কুলেই উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা। তবে ১টা-২টা ক্লাস হওয়ার পর ছুটির বিষয়টি নিশ্চিত হয়ে ফিরে গেছেন তারা। জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই একই চিত্র পাওয়া গেছে।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী বলেন, জেলা শিক্ষা অফিস থেকে স্কুল ছুটির নির্দেশনাটি আজ সকালে জানানো হয়েছে। এরপর আমরা স্কুল ছুটি দিয়েছি। কতদিন পর্যন্ত ছুটি দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ছুটিতো আমাদের হাতে নেই। এটি শিক্ষা অফিসের কাছে। আগামীকাল তাপমাত্রার ওপর নির্ভর করে শিক্ষা অফিস থেকে আমাদের ছুটির বিষয়ে জানানো হবে।

একই কথা জানিয়েছেন বগুড়া পুলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু। তিনি বলেন, শিক্ষা বিভাগ যেভাবে বলবে সেভাবেই আমরা ব্যবস্থা নেব। আজ সকালে মাধ্যমিক শাখার ব্যাপারে একটা নির্দেশনা এসেছে এজন্য আমরা অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছি। তারা বিকাল ৪টার মধ্যে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত জানালে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান চৌধুরী বলেন, শুধুমাত্র আজকের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে।

আগামীকালকেও যদি তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে সেক্ষেত্রে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, আবহাওয়া অফিস থেকে তথ্য নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আজকে যেমন শিক্ষার্থীরা আসার পর ফিরে গেছে এরকম যেন না হয় সেজন্য চেষ্টা করা হবে বলে জানান তিনি।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেন, আজকে সকালে আবহাওয়া অফিসে যোগাযোগ করা হয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস জানার পর স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্দেশনা সব স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি রাজশাহী যাচ্ছি। সেখানে আমাদের মিটিংয়ে শৈত্যপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে, কবে খোলা হবে এসব নিয়ে আলোচনা করা হবে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা