ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ, বনবিভাগের মামলা

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউপি চেয়ারম্যানসহ আরও দুই ব্যক্তির বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রবিবার (২১ জানুয়ারি) পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিবর ইউনিয়নবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সত্যতা পাওয়ায় বন বিভাগের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, দিবর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রাহাত জামান, পত্নীতলা উপজেলার বহিরামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে রমজান আলী (৫০) ও উত্তর কাজীপাড়ার মৃত সোলাইমানের ছেলে কবিরুল ইসলাম (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলার বনগ্রাম, রূপগ্রাম ও শেখপাড়া মৌজার বাড়িপুকুর এবং দিবর ইউনিয়ন পরিষদের সরকারি খাস জমি, বন বিভাগ এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বেশ কিছু গাছ কেটে সাপাহার উপজেলা সদরের আব্দুর রাজ্জাকের একতা স মিলে নিয়ে রাখেন অভিযুক্তরা।
স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে সাপাহার বন বিভাগ, পত্নীতলা উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।
মৌখিক অভিযোগ পেয়ে বন বিভাগ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান। তদন্তকারী কর্মকর্তারা ঘটনার সত্যতা পেয়ে সেখান থেকে ১৭ টি আকাশমনি গাছের গুড়ি জব্দ করে নিয়ে যান।
দিবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহাদ জামানের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি গাছ কাটার বিষয়টি অস্বীকার করেছেন।
এ বিষয়ে সামাজিক বন বিভাগের সাপাহার রেঞ্জ কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, কিছু গাছ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টুকটুক তালুকদার বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/প্রতিনিধি/পিএস

মন্তব্য করুন