শীতের প্রকোপ

রংপুরের সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ১৫:০৭
অ- অ+

মৃদু শৈত্যপ্রবাহ আর বিরূপ আবহাওয়ার কারণে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় রংপুরের সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

তবে এ ঘোষণা দেরিতে জানতে পারায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চালু ছিল। পরে শিক্ষকরা বিষয়টি জানার পর শিক্ষার্থীদের তাৎক্ষণিক ছুটি দিয়ে দেন।

রংপুর বিভাগীয় শিক্ষা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, তীব্র শীত, ঘনকুয়াশা আর বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি বলেন, শীতের কারণে বিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও বিদ্যালয় খোলা থাকবে। তাপমাত্রা বাড়লে বিদ্যালয় আবার স্বাভাবিক নিয়মে চলবে। শিক্ষকদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সজাগ থাকার জন্য বলা হয়েছে। প্রথম দিনের বন্ধ নিয়ে ভুল বোঝাবুঝির বিষয়টি স্বীকার করে পরবর্তীতে এমনটি হবে না বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে আদালত থেকে হ্যান্ডকাফ ভেঙে পালাল আসামি 
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
সাম্য হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি জাবি ছাত্রদলের
ওয়াসার নতুন এমডি হলেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা