সালথায় কনকনে শীতে কম্বল নিয়ে আশ্রয়ণে ইউএনও

কনকনে শীত আর হিমেল বাতাসে কাঁপছে ফরিদপুরের সালথা উপজেলার বেশিরভাগ মানুষ। বিশেষ করে সরকারি আশ্রয়ণ প্রকল্পে ও গুচ্ছগ্রামে বসবাসরত দুস্থ-অসহায় শিশু এবং বয়স্করা শীতে বেশি কাবু।
এমন অবস্থায় সোমবার বিকালে মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে ও গুচ্ছগ্রামে শীতবস্ত্র (কম্বল) নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী।
এ সময় আশ্রয়ণ প্রকল্পে ও গুচ্ছগ্রামে বসবাসরত শতাধিক অসহায় শীতার্তদের হাতে একটি করে তুলে দেন তিনি।
সোমবার রাত ৮টার দিকে ইউএনও মো. আনিচুর রহমান বালী ঢাকা টাইমসকে বলেন, কনকনে শীতে দরিদ্র মানুষ এমনিতেই অসহায়। বিশেষ করে আশ্রয়ণ প্রকল্পের ও গুচ্ছগ্রামের বাসিন্দারা সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে। তাই এসব অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করেছি। আমাদের এ কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। (ঢাকাটাইমস/২২জানুয়ারি/এআর)

মন্তব্য করুন