ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ২৩:৫৩| আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২৩:৫৫
অ- অ+

বগুড়ার ধুনট উপজেলায় খোকন সরকার নামে যুবকের বিরুদ্ধে তার বাবা আবদুল মান্নান সরকারকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া চৈতারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, ছেলে মানসিক ভারসাম্যহীন।

পুলিশ জানায়, নিহত আবদুল মান্নান সরকার ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া চৈতারপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার ছেলে খোকন সরকার (২৫) দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। দেশে ফিরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সোমবার রাত ৮টার দিকে খোকন হঠাৎ লাঠি দিয়ে পিটিয়ে বাবা আবদুল মান্নান সরকারকে গুরুতর আহত করেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে মানসিক ভারসাম্যহীন ছেলে খোকন সরকার তার বাবাকে পিটিয়ে হত্যা করলো তা তদন্তনাধীন। পলাতক খোকন সরকারকে আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা