নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৫৫| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:৩০
অ- অ+

বগুড়ায় নিখোঁজের একদিন পর তাজবীর ইসলাম (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তাজবীর ইসলাম (১৫) বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দশটিকা দক্ষিণপাড়ার তাজুল ইসলামের ছেলে। সে বারোপুর সোনাপাড়ায় গ্রিলের দোকানে কাজ করতো।

নিহতের দুলাভাই শহিদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষ করে সাইকেল নিয়ে বের হয় তাজবীর। কিন্তু সে বাসায় না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়।

তাজবীরের ওয়ার্কশপের মালিক রফিকুল ইসলাম জানান, তাজবীর আমার এখানে গত দুই বছর ধরে কাজ করছিল। সোমবার সন্ধ্যা ৭টায় কাজ শেষ করে সাইকেল নিয়ে বের হয় তাজবীর। পরে রাত ১টার দিকে তার মা ফোন দিয়ে জানায় তাজবীর এখনো বাড়ি ফেরেনি। তাজবীর খুব ভালো ছেলে ছিল।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই মুহূর্তে হত্যাকাণ্ডের বিস্তারিত বলতে পারছি না। তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএম/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিগগিরই তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিবেন: মোস্তফা জামান 
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
শ্রীপুরে চায়না-৩ জাতের লিচুতে চাষির মুখে হাসি
নামাজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা