পুলিশ কনস্টেবল পদে নিয়োগ, সতর্কতামূলক প্রচারণায় সুনামগঞ্জের মধ্যনগর থানা

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৪, ১৬:৪৭
অ- অ+

দালালমুক্ত কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া অনলাইনে নির্ভুল আবেদনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে যোগদানের জন্য প্রচারণা চালাচ্ছে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে মধ্যনগর থানার প্রধান ফটকের পাশে সতর্কতামূলক ব্যানার টাঙিয়ে ব্যতিক্রমী প্রচারণা চালানো হয়।

ব্যানারে উল্লেখ করা হয়, সেবা ব্রতে চাকরি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে যোগদিন। ব্যানারে আরও উল্লেখ করা হয়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার নিয়োগ বাতিল করা হবে। অনলাইন আবেদন পত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।

জানা যায়, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বাংলাদেশ পুলিশে নিয়োগের বিষয় নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা কাজ করে সেই ভ্রান্ত ধারণা দূর করতে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন প্রচারণা চালাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া এবং অনলাইনে নির্ভুল আবেদনের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানের জন্যই এই পদক্ষেপ।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা