পুলিশ কনস্টেবল পদে নিয়োগ, সতর্কতামূলক প্রচারণায় সুনামগঞ্জের মধ্যনগর থানা

দালালমুক্ত ও কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া অনলাইনে নির্ভুল আবেদনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে যোগদানের জন্য প্রচারণা চালাচ্ছে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে মধ্যনগর থানার প্রধান ফটকের পাশে সতর্কতামূলক ব্যানার টাঙিয়ে ব্যতিক্রমী এ প্রচারণা চালানো হয়।
ব্যানারে উল্লেখ করা হয়, সেবা ব্রতে চাকরি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে যোগদিন। ব্যানারে আরও উল্লেখ করা হয়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। অনলাইন আবেদন পত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।
জানা যায়, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ আবেদন করা যাবে।
বাংলাদেশ পুলিশে নিয়োগের বিষয় নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা কাজ করে সেই ভ্রান্ত ধারণা দূর করতে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এ প্রচারণা চালাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া এবং অনলাইনে নির্ভুল আবেদনের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানের জন্যই এই পদক্ষেপ।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন